Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাজেট

উন্মুক্ত বাজেট সভার কার্যবিবরনী

স্থানঃ কোলা ইউপি কার্যালয় প্রাজ্ঞণ

                             সভাপতিঃ এ,এইচ,এম সাইফুল ইসলাম, চেয়ারম্যান কোলা ইউপি।

তারিখঃ ২৭/০৫/২০২৪

অদ্যকার এই উন্মুক্ত বাজেট সভার সভাপতিত্ব করেন অত্র কোলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব এ এইচ এম সাইফুল ইসলাম, সভার শুরুতে সভাপতি সাহেব উপস্থিত সকল ইউপি সদস্য, বিভিন্ন পেশার মানুষ‌ মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গদের ধন্যবাদ জানান। বিশেষ করে প্রধান অতিথি অত্র সিরাজদিখান উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শরীফুল ইসলাম তানভীর স্যারকে উপস্থিত হওয়ায় বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয় । অতঃপর সভার কার্যক্রম পরিচালনা করার জন্য অত্র ইউপির সচিব জনাব মোহাম্মদ জামাল উদ্দিনকে অনুরোধ করেন।

অলোচ্যসূচিঃ

১। বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন।

২। আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা ও অনুমোদন।

১ নং আলোচনা ও সিধান্তঃ প্রথম আলোচনায় সভাপতি সাহেবের অনুরোধে ইউপি সচিব বিগত সভার কার্যবিবরনী উপস্থিত সকলের সামনে পাঠ করে শুনান এবং এতে কোনো প্রকার সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করার সিধান্ত গৃহিত হয়।

২য় আলোচনা ও সিধান্তঃ ২য় আলোচনায় উন্মুক্ত সভায় উপস্থিত সকলের সামনে আগামী ২০২৪-২০২৫  অর্থ বছরের কোলা ইউনিয়ন পরিষদের জন্য ১২৫৭৭৪৩২/= ( এক কোটি পঁচিশ লক্ষ সাতাত্তুর হাজার চারশত বত্রিশ টাকা মাত্র) টাকার  একটি খসড়া বাজেট তুলে ধরা হয়। যার মধ্যে নিজস্ব রাজস্ব খাতে ১৫৬৮২৮০/= ( পনেরো লক্ষ আটষট্টি হাজার দুই শত আশি )টাকা এবং উন্নয়ন খাতে ১১০০৯১৫২/= (এক কোটি দশ লক্ষ নয় হাজার একশত বাহান্ন )টাকা ধরা আছে । সভায় জানানো হয় যে, ২০২৪-২০২৫ অর্থ বছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট চূড়ান্তকরন ও অনুমোদন করা একান্ত প্রয়োজন।  উপস্থিত ইউপি সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ, নারী প্রতিনিধীসহ ইউনিয়নের সর্বস্তরের জনগন খসড়া বাজেটটি  খাত ওয়ারী পড়ে শুনানো হয়। উপস্থিত ইউপি সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, নারী প্রতিনিধিসহ ইউনিয়নের সর্বস্তরের জনগন খসড়া বাজেটির  বিভিন্ন দিক ও  আয়- ব্যয়ের খাতগুলী  পরিক্ষা নিরীক্ষা দেখেন ।খসড়া বাজেটটির উপর বিস্তারিত আলোচনা ও পরীক্ষা নিরীক্ষা করে উপস্থিত ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য লোকজন কয়েকটি দিক সামান্য পরিবর্তন ও সংশোধনের প্রস্তাব করে এই খসড়া বাজেটটিই কোলা ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের নিজস্ব ও উন্নয়ন খাতে মিলে প্রায় ১২৫৭৭৪৩২/= ( এক কোটি পঁচিশ লক্ষ সাতাত্তুর হাজার চারশত বত্রিশ টাকা মাত্র)  টাকা বাজেটটিকে চূড়ান্ত বাজেট হিসাবে গ্রহণ ও অনুমোদনের সিধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয় এবং আগামী ইউপি সভায়  উক্ত বাজেটি চূড়ান্ত অনুমোদনের সিধান্ত গৃহিত হয়। এবং অতিদ্রুত স্থানীয় ও জাতীয় পত্রীকায় প্রকাশ করার জন্য সিধান্ত গৃহিত হয়।

 

সভায় আর কোনো আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।